• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঢাবির তিন শিক্ষার্থীকে পিটিয়ে দুই পুলিশ বরখাস্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মার্চ ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে পিটিয়ে সাময়িক বরখাস্ত হলেন শাহবাগ থানার দুই পুলিশ কনস্টেবল। শনিবার রাতে দোয়েল চত্বরে অভিযুক্তরা তিন শিক্ষার্থীকে বন্দুকের বাট দিয়ে পিটিয়ে আহত করেন।

ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্ত হওয়া দুই পুলিস সদস্য হলেন সাইফুল্লাহ ও মামুন।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের প্রাথমিক সত্যতা আমরা পেয়েছি। তার প্রেক্ষিতে এই দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুয়েল রানা, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের কামরুল হাসান ও পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের খাজা ইরফানুল হক। তারা সবাই শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে জুয়েলের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। ডান হাতেও প্রচণ্ড ব্যথা পান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুয়েল রানা বলেন, আমি নীলক্ষেত থেকে বই কিনে দোয়েল চত্বর হয়ে হলে যাচ্ছিলাম। সেখানে এক ফুচকার দোকানদার আবর্জনা রাস্তায় ফেলছিল বলে আমি প্রতিবাদ জানাই। এরপর ফুচকাওয়ালার সঙ্গে এ নিয়ে আমার কথা কাটাকাটি হয়।

‘এই কনস্টেবল ওই দোকান থেকে চাঁদা নিচ্ছিলেন। তখন তিনি এসে আমাকে ধাক্কা দেন। এরপর আমার আরও তিন বন্ধু এসে প্রতিবাদ জানালে তিনি আমাদের বন্দুকের বাট দিয়ে পেটাতে থাকেন। পাশে দাঁড়ানো মামুন নামে এক কনস্টেবল ভিডিও করছিল। কয়েকজন পুলিশ দাঁড়িয়ে দেখছিল। আমরা সবার কাছে হেল্প চাচ্ছিলাম। কেউই এই কনস্টেবলকে নিবৃত করেনি।’

এ খবর শহীদুল্লাহ হলে জানাজানি হলে কয়েকশ শিক্ষার্থী দোয়েল চত্বরে এসে অবস্থান নেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সংগঠনটির নেতারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

উত্তেজিত শিক্ষার্থীরা মারধরকারী পুলিশ সদস্যকে দোয়েল চত্বরে এনে ‘ক্ষমা চাওয়ানোর’ দাবি জানায়। তাদের বুঝিয়ে ছাত্রলীগ নেতারা আহত তিন শিক্ষার্থীকে নিয়ে শাহবাগ থানায় আসেন।

রাত ১টার দিকে শাহবাগ থানায় আহত তিন শিক্ষার্থীসহ ছাত্রলীগ নেতাদের সামনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি আবুল হাসান।