• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অগ্নিঝরা ৫ই মার্চ: ইতিহাসের এই দিনে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

বাঙালির স্বাধীনতা ও গৌরবগাঁথার মাস হচ্ছে মার্চ মাস। এই মাসেই রচিত হয়েছিলো এক অমর মহাকাব্য, যার নাম বাংলাদেশ। ৭১ এর মার্চ মাসের সময় যত গড়াচ্ছিল মুক্তিকামী জনতার উত্তাল আন্দোলন তত অপ্রতিরোধ্য হয়ে উঠছিল। মুক্তিকামী জনতা মার্চ মাসের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অপ্রতিরোধ্য আন্দোলনের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেন। ১৯৭১ সালের ৫ই মার্চ দেশ ছিলো উত্তাল। এদিন ঢাকাসহ সারাদেশে টানা পঞ্চম দিনের মতো হরতাল পালিত হয়।

১৯৭১ সালের ৫ই মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে ৩২৫ কয়েদি বের হয়ে চলে যান শহীদ মিনারে। তবে কারাগারের ফটক ভাঙ্গার সময় কারারক্ষীদের নির্বিচার গুলিতে ৭ জন শহীদ ও ৩০ জন আহত হন। কয়েদিদের এ আন্দোলন সারা দেশের মুক্তিকামী জনতার আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এছাড়া ৭১ এর মার্চ মাসের এই দিনে সারা দেশ থেকে মুক্তিকামী জনতার উপর পাক হানাদার বাহিনী ও তাদের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর গুলিবর্ষণের খবর আসতে থাকে। চট্টগ্রামে সেনাবাহিনীর গুলিতে ৩ জন নিহত ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৪ ব্যক্তির মৃত্যু হয়। খুলনায় দুইজন, রাজশাহীতে একজন নিহত হয়।       

এদিন ঢাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগ বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে মিছিল বের করেছিল। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ও বিক্ষোভ মিছিল করে। ঢাকার লেখক ও শিল্পীবৃন্দ জনতার আন্দোলনের সাথে একাত্মতাবোধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. আহামদ শরীফের নেতৃত্বে।

বঙ্গবন্ধুর নির্দেশে এই দিনে আওয়ামী লীগের তরফ থেকে ব্যাংকিং লেনদেনের ওপর নতুন নির্দেশ দেয়া হয়। দলের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ এদিন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও দেশের অন্যান্য স্থানে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। তাজউদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, নিরস্ত্র মানুষদের হত্যা করা মানবতার বিরুদ্ধে অপরাধ ছাড়া আর কিছুই। তিনি পাকিস্তানী সরকারকে অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করার আহ্বান জানান।

এই দিন রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশী বেতারে ‘শেখ মুজিব জনাব ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগ ভাটোয়ারা করতে রাজি আছেন’ বলে প্রচার হওয়া খবরকে সংবাদকে ‘উদ্দেশ্যমূলক’ ও ‘কল্পনার ফানুস’ বলে আখ্যায়িত করেন। বঙ্গবন্ধুর স্বাধিকার আন্দোলনের আহবানে সাড়া দিয়ে ৫ই মার্চ বিকেলে কবি সাহিত্যিক ও শিক্ষকেরা রাজপথে মিছিল করেন।

এছাড়া যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য আওয়ামী লীগ একটি কন্ট্রোল রুম স্থাপন করে। এদিন তাহরিক-ই-ইশতিকলাল পার্টির প্রধান এয়ার মার্শাল (অব) আসগর খান পাকিস্তানের সংহতি বিপন্ন উল্লেখ করে অবিলম্বে শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।