• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে কেয়া প্যাকেজিং লিমিটেড কারখানার শ্রমিকরা। রোববার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। 

শ্রীপুর মডেল থানার এসআই মো.আশরাফুল্লাহ্ বলেন, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন রোববার দেয়ার কথা ছিল। বিকেল ৩টা পযর্ন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ না করায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কের ডিভাইডারে ওপরে থাকা সওজের  বেশ কয়েকটি গাছ উপড়ে ফেলে শ্রমিকরা। গাছের সঙ্গে থাকা বাঁশের খুঁটি হাতে নিয়ে যানবাহন আটকে দেয়। পরে সোমবার বকেয়া বেতন দেয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

কেয়া প্যাকেজিং লিমিটেড কারখানার ব্যবস্থাপক মো.শরীফ আহমেদ বলেন, ব্যাংকে লেনদনের সমস্যায় শ্রমিকদের বেতন পরিশোধে একটু বিলম্ব হয়েছে। সোমবার বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।