• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

ব্রিফিং শেষে রোকেয়া হল থেকে বের হওয়ার পথে শিক্ষার্থীদের কাছে লাঞ্ছিত হয়েছেন ডাকসু নির্বানের চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালেয়ের রোকেয়া হলের একটি কক্ষ থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়। এরপর হলে ব্রিফিং শেষে বের হওয়ার পথে চিফ রিটার্নিং কর্মকর্তাকে লাঞ্ছিত করে কিছু শিক্ষার্থী।

জানা গেছে, ব্রিফিং শেষে বের হওয়ার পথে হলের ছাত্রীরা মাহফুজুর রহমানকে দেখে ভোট চোর, ভুয়া ভুয়া, যোচ্চোর ও দালাল বলে চিৎকার করতে থাকে। এরপর হলের বাইরে আসার পর সাধারণ শিক্ষার্থীরা তার পিছে হাঁটতে হাঁটতে একই শ্লোগান দিতে থাকে। এরপর রোকেয়া হল থেকে কলা ভবন পর্যন্ত শিক্ষার্থীরা তার পিছনে শ্লোগান দিতে দিতে হাঁটতে থাকে। পথে কয়েকজন ছাত্র মাহফুজুর রহমানের গায়ের ওপর এসে পড়ে। সেখান থেকে কলাভবনে এসে তিনি একটি রুমে আশ্রয় নেন।