• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

হলি আর্টিজান মামলার রায়ের কপি উচ্চ আদালতে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০১৯  

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় করা মামলার রায়ের কপি উচ্চ আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে এ কপি পাঠানো হয়। ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার নথিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ ভাগে ১ হাজার ৫৯৮ পৃষ্ঠা আর ‘বি’ ভাগে ৭০৭ পৃষ্ঠা। মোট ২ হাজার ৩০৫ পৃষ্ঠার রায়ের কপি সরাসরি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে।

গত ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন, আসলাম হোসেন র‌্যাশ, মো. হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, মো. আব্দুল সবুর খান, শরিফুল ইসলাম খালেক ও মামুনুর রশীদ রিপন।

হামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মিজানুর রহমান ওরফে বড় মিজানকে খালাস দেয়া হয়েছে।

আসামিদের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্ট বিভাগের অনুমোদনের জন্য এ মামলার নথি ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুযায়ী উচ্চ আদালতে পাঠানো হলো।