• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মজনু ৭ দিনের রিমান্ডে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২০  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার মজনুকে সাতদিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এর আগে, মজনুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ জানুয়ারি ওই ছাত্রী রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড থেকে ফুটপাত দিয়ে হেঁটে গলফ ক্লাব সংলগ্ন স্থানে পৌঁছায়। এ সময় আসামি মজনু তাকে পেছন থেকে মাটিতে ফেলে গলা চিপে ধরেন। ছাত্রী চিৎকার করতে গেলে মজনু তাকে কিলঘুষি মারেন। ছাত্রী অজ্ঞান হয়ে গেলে তাকে ধর্ষণ করেন মজনু। পড়ে মঙ্গলবার রাতে মজনুকে রাজধানী থেকে গ্রেফতার করে র‍্যাব।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী, ছাত্রীর খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করে সে। জানা যায়। আসামি মজনু একজন অভ্যাসগত ধর্ষক। এর আগেও প্রতিবন্ধী ও ভ্রাম্যমাণ নারীদের ধর্ষণ করেছেন তিনি। 

আদালত পড়ে মজনুকে সাতদিনের রিমান্ডে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি আব্দুল্লাহ আবু।