• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চক্ষুসেবা কেন্দ্র উদ্বোধন কাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

কক্সবাজারের উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স একটি আধুনিক ভিশন সেন্টারে আগামীকাল সোমবার (১৮ নভেম্বর) প্রাথমিক চক্ষুসেবা কেন্দ্রের উদ্বোধন করা হবে। স্বাস্থ্য অধিদফতর অরবিস ইন্টারন্যাশনাল এবং কক্সবাজারের বাইত শরীফ হাসপাতালের উদ্যোগে এটি চালু করা হচ্ছে।

জেলা সদরের বাইরে কক্সবাজারে এটিই প্রথম এ ধরনের চক্ষুসেবা কেন্দ্র। এটি স্থাপনের ফলে উখিয়ার পাশাপাশি টেকনাফ ও রামুর স্থানীয় জনগণ এবং রোহিঙ্গা শরণার্থীরাও প্রাথমিক চক্ষুসেবা নিতে পারবেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্য অধিদফতরে অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক এনায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিশন সেন্টার উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়া প্যাসিফিক অ্যাকাডেমি অব অফথালমোলজি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আবা হোসেন এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অব আঞ্চলিক চেয়ার তারাপদ দাস উপস্থিত থাকবেন।