• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মান্নাতে’র নতুন নেমপ্লেটের দামের কারণে আলোচনায় শাহরুখ খান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২  

টাকা থাকলেই খরচ করা যায়। তা বলে এত্ত! নিজের সাধের ‘মান্নাতে’র নেমপ্লেট পাল্টাতেই বিপুল টাকা খরচ করেছেন শাহরুখ খান। এমন খবরেই সরগরম বি-টাউন। বেশ কিছুক্ষণ টুইটারে ট্রেন্ডিং ছিল ‘মান্নাতে’র নাম।

শাহরুখের সাধের বাড়ির নতুন নেমপ্লেট দেখে বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। অনেকেই তার সামনে গিয়ে ছবি ও সেলফি তুলছেন। শাহরুখ খান নিজে অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানি।

তবে বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে, অনেক খোঁজাখুঁজির পর গৌরী নিজেই ‘মান্নাতে’র নেমপ্লেট ডিজাইন করে ফেলেন। আর ছোট্ট এই নেমপ্লেটটি পালটাতে ২০ থেকে ২৫ লাখ টাকা খরচ করেছেন বলিউডের বাদশা।

শাহরুখ খানের বাড়ির সমস্ত সিদ্ধান্ত নাকি গৌরী খানই নেন। শোনা গেছে, বহু দিন ধরেই গৌরীর ইচ্ছে ছিল নেমপ্লেটটি বদলে দেওয়ার। স্টাইলিশ কোনও ডিজাইন চাইছিলেন তিনি। মুম্বাইয়ে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ নাম রয়েছে গৌরীর। একাধিক বলিউড তারকার ঘর ডিজাইন করেছেন তিনি।

শোনা যায়, ১৯৯৭ সালে যখন ‘ইয়েস বস’ সিনেমার শুটিং করছিলেন, তখনই সমুদ্রের ধারের এই বাংলোটি পছন্দ হয়ে যায় শাহরুখের। সেই সময়ই ঠিক করে ফেলেন, এতেই নিজের আস্তানা গড়ে তুলবেন। সেই সময় বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। আর তার মালিক ছিলেন এক গুজরাটি ব্যক্তি।

প্রিয় বাংলোটি পেতে বেশ কষ্ট করতে হয়েছিল শাহরুখকে। রটনা, বাংলোটি শাহরুখকে বিক্রি করতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তবে শাহরুখও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। শেষে ২০০১ সালে বাড়িটি কিনে নেন কিং খান। প্রথমে বাড়ির নাম ঠিক হয়েছিল জান্নাত। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। ২০০৫ সালে বাড়ির নাম ‘মান্নাত’ রাখেন শাহরুখ। এর ছাদে দাঁড়িয়েই অনুরাগীদের ভালবাসা গ্রহণ করেন বলিউডের ‘বাজিগর’।