• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

প্রোগ্রাম উপস্থাপনা বরাবরই চ্যালেঞ্জিং : নাজনীন মুন্নী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

নাজনীন মুন্নী স্বনামধন্য সাংবাদিক এবং উপস্থাপক। মাঠের সাংবাদিকরাও যে উপস্থাপক হিসেবে সফল হতে পারেন তিনি তার অন্যতম উদাহরণ। সাংবাদিকতা, সম্পাদনা আর উপস্থাপনা সমানভাবে করছেন তিনি।

এর বাইরেও তার লেখা কলামও দারুণ পাঠকপ্রিয়। এই সাংবাদিকের মুখোমুখি হয়েছিল। মুন্নী জানালেন তার নানা ভাবনার কথা-

কেমন আছেন?
মুন্নী : জ্বি ভালো, ধন্যবাদ।

একই সাথে অনেক কাজের অভিজ্ঞতা। কোন কাজটি সবচেয়ে ভালো লাগে।
মুন্নী : অবশ্যই রিপোর্টিং। তবে সময় আর প্রেক্ষাপট অনেকটাই বদলেছে তাই রিপোর্টিং থেকে বিরতিতে আছি। নিয়মিত না হলেও মাঝে মাঝে রিপোর্টিং করি। আর উপস্থাপনা বিশেষ কর প্রোগ্রাম উপস্থাপনা বরারবই চ্যালেঞ্জিং এই চ্যালেঞ্জও টানে।

উপস্থাপনায় চ্যালেঞ্জ কেমন?
মুন্নী : মনে করা যেতে পারে যারা অতিথি থাকেন তারা সবাই অনেক জ্ঞানী। স্ব স্ব ক্ষেত্রে দারুণ অভিজ্ঞ আর বুদ্ধিমান। তাদের সাথে কথায়, যুক্তিতে পারতে হলে অনেক পড়াশোনা করতে হয়।

দর্শকের মন বোঝাও অনেক চ্যালেঞ্জ। ঠিক কোন কথাটা তারা জানতে চায় বা কোন প্রশ্নটি তাদের মাথায় তা বোঝাও অনেক কষ্টকর। এগুলো নিয়ে সচেতন থাকতে হয়।

প্রায় ৪০টি চ্যানেল। এরপর অনলাইন, ইউটিউব, ভারতীয় চ্যানেল। এত কিছুর বাইরে একজন আলোচিত ও সফল উপস্থাপক-সংবাদকর্মী নাজনীন মুন্নী হওয়া কতোটা কঠিন?
মুন্নী : যা কিছু বললেন তার বাইরে আরও আছে। নিজের অফিসেও জায়গা করা সবচেয়ে কঠিন। দর্শকের কাছাকাছি পৌঁছাতে হলে নিজের অফিসে একটা জায়গা করে নিতে হয়। অফিসের পরিবেশ অনুকূলে না থাকলে এখন স্টার হওয়া যাকে বলে তা হওয়া সম্ভব নয়।

সাম্প্রতিক সাংবাদিকতা কেমন দেখছেন?
মুন্নী : সাংবাদিকতা অনেকটাই অন্য দশটা চাকরির মতে হয়ে গেছে বলে খুব এফোর্টও অনেক সাংবাদিক দিতে চান না। কিন্তু সংবাদকর্মীদের গুরুত্ব যে কোনো সমাজে অনেক উপরের দিকে। আমার মন হয় সাংবাদিকতার একটা ক্রান্তি আর ক্লান্তিকাল চলছে এখন। নতুনভাবে না সাজানো গেলে দর্শক পাওয়া ভার।

আপনার লেখা কলামগুলো বেশ আলোচিত হয়। কিন্তু নিয়মিত লিখতে দেখা যায় না। কেন?
মুন্নী : প্রথমত আমি মনে করি আরও একটু সময় দরকার নিয়মিত কলাম লেখার জন্য। অহরহ সবাই লিখছে। সবাইকে সাধুবাদ। কিন্তু আমার মন হয় নিয়মিত লিখতে হলে আমার নিজের জ্ঞান আর অভিজ্ঞতা আরও একটু বাড়াতে হবে। সেটাই রপ্ত করছি।

ধন্যবাদ সময় দেয়ার জন্য।
মুন্নী : অনেক ধন্যবাদ আপনাকেও।