• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ভালোবাসা দিবসে ‘পাঁচফোড়ন’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

ভালবাসা দিবস সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভালবাসার বিভিন্ন সমসাময়িক নিয়ে মজার আলোচনা করবে দুই বন্ধু। আলোচনার ফাঁকে ফাঁকে চলে আসবে গান, নাটক আর বিভিন্ন বিষয়ের ওপর প্রতিবেদন।

ঠিক এভাবেই ভালবাসা দিবসে এটিএন বাংলায় বৃহস্পতিবার রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। আর এ অনুষ্ঠানে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির ও সাজু খাদেম।

অনুষ্ঠানে গান রয়েছে তিনটি। একটি গান গেয়েছেন ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। আর একটি দ্বৈত কণ্ঠের গান গেয়েছেন আনিকা ও প্রতীক হাসান। এই গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রতীক হাসান নিজেই। লোকগানের সুরে অন্য গানের সঙ্গে অভিনয় করেছেন ইমন এবং পিয়া বিপাশা।

প্রিয়জনের জন্য তালা ঝুলিয়ে ভালোবাসার বন্ধনকে ধরে রাখতে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের পাড়ে একটি দ্বীপে গড়ে তোলা হয়েছে ‘লাভ লক পয়েন্ট’। চিকিৎসক এম এ মান্নানের রয়েছে পাখি প্রেম। জাহিদ আর সৌরভ কুকুর-বিড়ালদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার জন্য গড়ে তুলেছেন ‘কেয়ার ফর পস’। এসব নিয়ে রয়েছে তিনটি প্রতিবেদন। এ ছাড়াও ভালোবাসার ওপর রয়েছে কিছু মজার নাট্যাংশ।