• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

স্প্যাইডার ম্যানের ‘ভিলেন’ হচ্ছেন বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

‘চাঁদের ও কলঙ্ক রয়েছে’ বাংলা এই প্রবাদটা হারে হারে মিলে যায় ২০১৮ সালের বিশ্বকাপের মুকুট জয়ী ফ্রান্সের সঙ্গে। ফুটবলের সবচেয়ে বড় আসরের ৭ ম্যাচ খেলেছিল ইউরোপের দেশটি। শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয় দিদিয়ের দেশমের শিষ্যরা। রাশিয়া যাত্রায় মোট ১৪টি গোল পায় লে ব্লুজরা। এই ১৪ গোলের একটিও আসেনি ফ্রান্সের নাম্বার নাইনের পা থেকে।

বুঝতে হয়ত বাকি নেই যে অলিভার জিরুডের কথা বলা হচ্ছে। বিশ্বকাপের ২১তম আসরের দলের সঙ্গে প্রতিটি ম্যাচে মাঠে নামেন ফ্রেঞ্চদের মূল স্ট্রাইকার। মোট ৫৬৪ মিনিট একাধিকার সুযোগ পেলেও কোনটিই কাজে লাগাতে পারেননি। অর্থাৎ একটি বারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি ফ্রান্সের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তাই বলা যায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ের যাত্রা যদি কোনো সিনেমা হয়, তাহলে এর একমাত্র ভিলেন ছিলেন জিরুড।

এবার মাঠ ছেড়ে রঙিন পর্দায় কাজ করার সুযোগ এসেছে চেলসি তারকার কাছে। মজার বিষয় হচ্ছে ভিলেনের রোলই পালন করতে হচ্ছে তাকে। ফুটবল ছেড়ে রুপালী পর্দার নাম লেখাচ্ছেন না তিনি। তবে রুপালী পর্দার ঠিকই অংশ হচ্ছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। আমেরিকার বিখ্যাত কমিক সিরিজ মারবেলের নতুন সিনেমা ‘স্পাইডার ম্যান: ইনটু দ্যা স্পাইডার ভার্স’ আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। অ্যানিমেটেড এই থ্রিডি সিনেমার ডাবিং শিল্পী হিসেবে থাকছেন জিরুড।

মূলত সিনেমাটির ভিলেন চরিত্র গ্রিন গবলিনের কণ্ঠ দেবেন আর্সেনালের সাবেক এই তারকা। ফ্রেঞ্চ ভার্সনের জন্যই তাকে নেয়া হয়েছে। শুধু জিরুড একা নন স্বদেশী সতীর্থ প্রেসনেল কিম্পেম্বেও থাকছেন বিখ্যাত এই সিনামাটিতে। পিএসজি তারকা স্করপিও চরিত্রে কন্ঠ দিচ্ছেন।