• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

জয় বাংলা কনসার্ট: বিনামূল্যে নিবন্ধন করবেন যেভাবে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০১৯  

বছরঘুরে জয় বাংলা কনসার্ট আবারো কড়া নাড়ছে। আয়োজক প্রতিষ্ঠান ‌‘ইয়ং বাংলা’ জানিয়েছে, এবারো ঐতিহাসিক ৭ মার্চ জয় বাংলা কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এদিন বিকেল ৩টা থেকে শুরু করে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি।

এবারো আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে এবং আটটি ব্যান্ড দল অংশ নেবে। অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হলো আর্টসেল,  চিরকুট, নেমেসিস, লালন, ক্রিপটিক ফেইট, বে অব বেঙ্গল, শূন্য ও আরবোভাইরাস।

বিগত বছরগুলোর মতো এবারও অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে কনসার্টে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হবে। ১ মার্চ থেকে ইয়াং বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে (আবেদন করতে এখানে ক্লিক করুন) নিবন্ধন করা যাবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন। ২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে স্মরণ করে ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট।