• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

নিষিদ্ধ হয়েও পুরস্কার জিতল সমকামীর প্রেমকাহিনি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মার্চ ২০১৯  

আফ্রিকার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতে নিল লেসবিয়ান বা সমকামীর লাভ স্টোরি। অথচ এর নায়িকার নিজ দেশেই সিনেমাটি নিষিদ্ধ। কেনিয়ার একজন অভিনেত্রী এ সিনেমায় অভিনয় করেছেন একজন লেসবিয়ান বা নারী সমকামীর চরিত্রে। সংগত কারণেই নিজ দেশে আগেই নিষিদ্ধ হয়েছে মুভিটি।

সেই অভিনেত্রী সামান্থা মুগাতসিয়াই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ফেসপ্যাকো ফিল্ম ফেস্টিভ্যালে। এটি আফ্রিকার সবচেয়ে বড় ফিল্ম ফ্যাস্টিভ্যাল হিসেবে স্বীকৃত এবং এবার সেটি অনুষ্ঠিত হচ্ছে বুরকিনা ফাসোতে।

সমকামিতাকে উৎসাহ দেয়া হচ্ছে এমন অভিযোগ তুলে গত বছরই এই ফিল্মটি নিষিদ্ধ করেছিল নায়িকা সামান্থার দেশ কেনিয়ার ফিল্ম ক্লাসিফিকেশন বোর্ড।

দেশটিতে সমকামিতা পুরোপুরি অবৈধ। এমনকি সমকাম দেশটিতে ১৪ বছরের কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধ। যদিও দেশটির হাইকোর্ট আগামী মে মাসে একটি রুল দেয়ার কথা যে নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করা হবে কি না।

কেনিয়ার ফিল্ম ক্লাসিফিকেশন বোর্ড আগেই সতর্ক করেছিল যে এ সিনেমায় কাউকে দেখা গেলে সেটি আইনের লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে।

সিনেমাটির নাম রাফিকি যার অর্থ বন্ধু। এখানে দুই তরুণীর ভালোবাসার গল্পই উঠে এসেছে। তারা একে অন্যের সাথে সাক্ষাতের পর একজন আরেকজনের প্রেমে পড়েন।

তাদের রোমান্স বা প্রেম ভালোবাসার ছিলো হোমোফোবিয়ার বিরুদ্ধে আবার তাদের দুজনের পরিবার ছিল দুই রাজনৈতিক মেরুর। উগান্ডার লেখক মনিকা আরাক ডি এনইয়েকুর লেখা ছোটো গল্প জাম্বুলা ট্রি'র ওপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি হয়েছে।

এ গল্পটি আগেই পুরস্কার জিতে নিয়েছিল। সিনেমাটির প্রধান চরিত্রের অ্যাওয়ার্ড জেতাকে টুইট বার্তায় স্বাগত জানিয়েছেন সিনেমাটির পরিচালক ওয়ানুরি কাহিয়ু।

ফেসপ্যাকো চলচ্চিত্র উৎসবটির পঞ্চাশতম বার্ষিকী পালিত হচ্ছে এবার। এখানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দি মার্সি অফ দা জাঙ্গল মুভির মার্ক জিঙ্গা।
এই ছবিটির পরিচালকও অ্যাওয়ার্ড পেয়েছেন।