• শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৬ ১৪৩০

  • || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

প্রথম ডেটে করবেন না এই ৭টি প্রশ্ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

প্রথমবারের মতো ডেটে গেছেন পছন্দের কোনো মানুষের সাথে। অনুভূতির উথাল-পাথাল থাকবেই। এ সময়ে নার্ভাস থাকাটাই স্বাভাবিক। নার্ভাস অবস্থায় অনেকেই এমন সব কথা বলে ফেলেন, যা মোটেই বাঞ্ছনীয় নয়। এ কারণে আগে থেকেই জেনে রাখা ভালো কী কী প্রশ্ন করা যাবে না একদম প্রথম ডেটে বা প্রথম দেখায়। অবশ্যই রাজনীতি, ধর্ম বা আর্থিক বিষয়ে কথা বলা ঠিক নয়, এটা জানেন সবাই।

১) আপনার আগের সম্পর্কটা ভেঙে গেল কেন?

নিজের প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার কথা বলতে কি আপনার খুব ভালো লাগে? অবশ্যই না! তাহলে ডেটে গিয়ে আরেকজনকে কেন তার প্রাক্তনের কথা জিজ্ঞেস করবেন? বিশেষ করে প্রথম ডেটে তা জিজ্ঞেস করাটা জবাবদিহিতার পর্যায়েই পড়ে। এই প্রশ্নটি করতে পারেন আপনি, তবে সম্পর্ক আরও অনেকদুর এগোনোর পরেই।

২) কেন এখনো সিঙ্গেল আছেন আপনি?

প্রশ্নটি একবারেই নিরীহ মনে হতে পারে। কিন্তু যাকে প্রশ্ন করছেন, তিনি এটা মোটেই ভালোভাবে নেবেন না। তিনি ধরে নেবেন, সিঙ্গেল থাকাটাকে একটা খুঁত হিসেবে ধরে নিচ্ছেন আপনি।

৩) আপনি কতজনের সাথে বিছানায় গিয়েছেন?

প্রথম ডেটে যৌনতা বিষয়ক যে কোনো কথা ওঠানোই উচিত নয়।  কারণ একজন মানুষ কারও সাথে বিছানায় আদৌ গিয়েছেন কিনা, গেলেও কয়জনের সাথে গেছেন, এটা একান্তই তার নিজস্ব বিষয়। এ বিষয়ে কথা বলাটা খুবই অমার্জিত।

৪) আপনার বেতন কতো?

প্রথম ডেটে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন তিনি কী চাকরি করেন, কোথায় চাকরি করেন বা তার পেশা কী? কিন্তু তার বেতন জিজ্ঞাসা করতে যাবেন না। আপনি তার সাথে সম্পর্কে যাচ্ছেন, তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে নয়।  আপনি নিছক কৌতূহল থেকে প্রশ্নটা করলেও তার কাছে এটা খারাপ লাগতে পারে এবং তিনি আপনাকে এড়িয়ে চলতে পারেন এর পর।

৫) আমাদের ভবিষ্যৎ কেমন হতে পারে?

প্রথম ডেটেই দুজনের মাঝে দারুণ মিল হয়ে গেলো। দুজনেই আগ্রহ নিয়ে কথা বলছেন, আড্ডা দিচ্ছেন, আপনি বেশ বুঝতে পারছেন আপনাকে তার পছন্দ হয়ে গেছে। এমন অবস্থায় আপনি আশা করতে পারেন যে আপনাদের সম্পর্ক স্থায়ী হতে পারে। কিন্তু এ নিয়ে প্রশ্ন করাটা অবিবেচকের কাজ। এটা একেবারেই প্রথম ডেট, এ সময়ে এতদুর চিন্তা করাটা আপনার ব্যক্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করবে। আপনি বড়জোর আগামীতে আবারও ডেটে যাওয়ার প্রশ্ন করতে পারেন।

৬) আপনি কী বাচ্চা নিতে চান?

আপনি যদি নিঃসন্দেহে সন্তানের মা অথবা বাবা হতে চান, তাহলে আপনি এমন সঙ্গীই খুঁজবেন যে বাচ্চা পছন্দ করে। কিন্তু তাই বলে প্রথম ডেটে এমন প্রশ্ন করা যাবে না।  সম্পর্ক আরও অগ্রসর হওয়ার পরেই এ প্রশ্ন তোলা সম্ভব।

৭) আপনার কী আমাকে পছন্দ হয়েছে?

‘আমাকে কী ভালো লাগছে?’ বা ‘আমি কি সুন্দরী/হ্যান্ডসাম/সেক্সি?’ এ জাতীয় প্রশ্ন করাটা অবান্তর। প্রশ্নটা আপনার মাথায় থাকতেই পারে। কিন্তু তা মুখ ফুটে বলে ফেলাটা বেশি উগ্র দেখায়। এতে মনে হতে পারে আপনার আত্মবিশ্বাস শূন্যের কোঠায়।