• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

বিয়ের ৬ মাসের মাথায় মা হলেন নেহা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮  

বিয়ের ছয় মাসের মাথায় মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। গত রোববার সকালে একটি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। এটাই নেহা ও তার স্বামী অঙ্গদ দেবীর প্রথম সন্তান।

বলা হয়েছে, নেহার মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। সকলেই নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন।

এর আগে গত ১০ মে হঠাৎ চুপিসারে দিল্লির এক গুরুদুরায় বিয়ের পিঁড়িতে বসেন নেহা ও অঙ্গদ। তখন থেকেই গুঞ্জন ছিল নেহা সন্তানসম্ভবা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে করেন তারা।

যদিও প্রথম থেকে বিষয়টি নিয়ে চুপ থাকেন এ দম্পতি। পুরো বিষয়টিই অস্বাকীর করেন অঙ্গদের পরিবার। এমনকি নেহার বাবাও মিথ্যে গুজব বলে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন। পরে অবশ্য নেহার বেবি বাম্ব প্রকাশ্যে আসতে থাকে। তখন অঙ্গদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেহার মা হওয়ার খবর স্বীকার করে নেন।

নেহার বক্তব্য ছিল, তিনি সন্তানসম্ভবা জানতে পারলে কাজ পাওয়ার অসুবিধা হবে সেকারণেই তিনি প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন।

সম্প্রতি নেহার একটি টকশোতে অঙ্গদ জানান, বিয়ের আগে নেহার সন্তানসম্ভবা হওয়ার খবর যখন তার মা-বাবাকে জানিয়েছিলেন তখন ভীষণ বকুনি খেতে হয়েছিল তাকে।