• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

চিতা বাঘের থাবা, অল্পের জন্য বেঁচে গেলেন বনকর্মী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

হিংস্র প্রাণীদের পর্যবেক্ষণ বা সেবা করেন বনকর্মীরা। মাঝে মধ্যে সেই হিংস্র প্রাণীদের আক্রমণে প্রাণ হারাতে হয় তাদের। সম্প্রতি একটি চিতা বাঘকে ধরতে গিয়ে এক বনকর্মী থাবার শিকার হন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি চিতার বাঘের পায়ে রশি বেঁধেছে গাড়িতে থাকা বনকর্মীরা। কিন্তু ক্ষিপ্ত বাঘটি লাফ দিয়ে গাড়ির জানালা দিয়ে ঢুকতে চেষ্টা করে থাবা বসায়। ওই গাড়িতে থাকা বনকর্মী গাড়ির গ্লাস উঠালে থাবা থেকে বেঁচে যান। এভাবে দুই বার থাবা বসায় চিতাটি। অবশেষে বাঘটির ওপর জাল ফেলে কাবু করা হয়।

চিতাটি লোকালয়ে এসে মানুষের ওপর আক্রমণ করছিল। এতে বনকর্মীদের সহায়তা চান স্থানীয়রা। পরে চিতাকে ধরে সংরক্ষিত বনে ছেড়ে দিয়েছেন বনকর্মীরা। এমন সাহসী কাজের প্রশংসা করছেন নেটিজেনরা।