• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

এবার করোনা শনাক্ত করবে প্রশিক্ষিত কুকুর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০২০  

কুকুরের ঘ্রাণশক্তির ক্ষমতা প্রখর। এবার এই প্রাণীটির এই ক্ষমতাকেই করোনা রোগী শনাক্তকরণের কাজে ব্যবহার করতে চাইছে ব্রিটেন। তাই কুকুরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে দেশটি।

ব্রিটেনের কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই খাতে  ৫ লাখ পাউন্ড বরাদ্দ করা হয়েছে। ডারহাম ইউনিভার্সিটির লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন ও ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল ডিটেকশন ডগ যৌথভাবে এ গবেষণা চালাবে।

জানা গেছে, এ কাজের জন্য জন্য ল্যাব্রাডর ও ককার স্প্যানিয়েল প্রজাতির ৬টি কুকুরকে চিহ্নিত করা হয়েছে। এই কুকুরগুলোকে দিয়ে করোনা আক্রান্ত এবং সুস্থ ও স্বাভাবিক মানুষের গন্ধ পৃথকভাবে শোকানো হবে। এরপর এদের এই দুই গন্ধের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে শেখানো হবে।

গবেষকরা বলছেন, আগে থেকেই বিশেষ কিছু ক্যানসার রোগীকে শনাক্ত করার ক্ষমতা রয়েছে বায়ো ডিটেকশন ডগের। ম্যালেরিয়া, পারকিনসন্স ডিজিজও শনাক্ত করতে পারে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুর। তাই এদের জন্য করোনা শনাক্ত করাটা অস্বাভাবিক কিছু নয় বলে ধারণা করছেন তারা।

ব্রিটেন ছাড়াও ফ্রান্স ও যুক্তরাষ্ট্রও একইভাবে কুকুর দিয়ে করোনা শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

গবেষকদের ধারণা, এ পরীক্ষা সফল হলে একটি কুকুর ঘণ্টায় ২৫০ জন করোনা রোগীকে শনাক্ত করতে পারবে। যা আগামী দিনে করোনা রোগী শনাক্তকরণে যুগান্তকারী হতে পারে।