• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

‘ওয়াক আউট’ করার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের সময় তার সঙ্গে শোভনীয় আচরণ না করলে ‘ওয়াক আউট’ (সংবাদ সম্মেলন ত্যাগ) করার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সরকারের বিরুদ্ধে সিএনএন’র দায়ের করা এক মামলায় পরাজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশে এই হুমকি ট্রাম্পের।

সম্প্রতি হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প সিএনএনের সাংবাদিক জিম অ্যাকোস্টার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় জিমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ ঘোষণা করে হোয়াইট হাউস। এই ঘটনার প্রতিবাদে ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা করে সেই মামলায় জয়ী হয় সিএনএন। তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের হুমকি দিলেন ট্রাম্প।

ট্রাম্প জানান, সাংবাদিকদের উদ্দেশে বলছি সবাইকে নিয়ম নীতি মানতে হবে। যদি কেউ না মানে তাহলে আমরা আদালতে যাবো। এর থেকে বড় কথা কেউ তা না শুনলে আমরা সংবাদ সম্মেলন বন্ধ করে দিব। এখন থেকে আপনারা তিন চারটার বেশী প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করতে দাঁড়াবেন কিন্তু আর বসবেন না এমনটা চলতে দেয়া হবে না।

উল্লেখ্য, সিএনএনের প্রতিবেদক জিম অ্যাকোস্টার হোয়াইট হাউসে সাময়িকভাবে প্রবেশাধিকার ট্রাম্প প্রশাসন কেড়ে নেওয়ার পর আদালতের নির্দেশে তিনি সেটা ফিরে পেয়েছেন। শুক্রবার অ্যাকোস্টার পক্ষে ফেডারেল বিচারপতি টিমোথি জে কেলি সাময়িকভাবে এ প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।