• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু ভবনে আগুন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

পশ্চিমবঙ্গের স্মৃতি থেকে এখনও ফিকে হয়নি বাগরি মার্কেটে আগুন লাগার শোক। কয়েকদিন আগেই দমদমের নাগেরবাজারে একটি বস্তি একই রকমভাবে পড়েছিল আগুনের করাল গ্রাসে।

এবার আগুন লাগল কলকাতার এখনও পর্যন্ত সবচেয়ে উঁচুতলা ভবনটিতে। টাইমস অব ইন্ডিয়া। ৬২টি তলা নিয়ে তৈরি এ বাড়িটির পোশাকি নাম- ‘দ্য ৪২’।

চৌরঙ্গীতে অবস্থিত নির্মীয়মান এ বহুতল ভবনেই শুক্রবার আগুন লাগল । বহুতলটির ৫১ ও ৫২তলা চলে গিয়েছিল আগুনের গ্রাসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। রয়েছে অ্যাম্বুলেন্সও। ‘দ্য ৪২’ আশপাশের বহুতলগুলো বাড়িটি থেকে অনেকটা দূরে বলে আগুন ছড়ানোর আশঙ্কা নেই। অন্যান্য তলায় চলা নির্মাণ কাজ থামিয়ে দেয়া হয়েছে। বহুতলের অগ্নিনির্বাপন ব্যবস্থাও কাজে দিয়েছে বলে জানিয়েছে দমকল। আগুন লাগে বিকাল ৫টা নাগাদ। খবরটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো কলকাতায়। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন।

আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, নির্মীয়মান বহুতলটির ভেতর কাজ করার সময়েই কোনো কারণে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, ‘শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রকে ঢেকে রাখার নাইলনের নেট থেকেই কোনোভাবে আগুন লেগে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

আমাদের কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নিভিয়ে ফেলেছেন।’ দমকলকর্মীরা জানিয়েছেন, নির্মীয়মান ওই বহুতলে কাজ চলছিল। বাইরের দিকে লাগানো ছিল নাইলনের নেট।

তাতেই আগুন কোনো ভাবে ধরে যায়। ওই বহুতলের আশপাশে বহু অফিস রয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলের এক কর্মকর্তা।