• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

করোনা মহামারি প্রতিবছর আসবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০  

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে হাজারো মানুষ। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার লক্ষণসমূহের সঙ্গে ইনফ্লুয়েঞ্জার মিল রয়েছে। তবে এটি ইনফ্লুয়েঞ্জার মতো প্রতিবছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, করোনা কোনো মৌসুমের ভাইরাস নয়। এটি বারবার ফিরে আসবে এমনটাও নয়। মানুষ এখনো মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্ন রকম আচরণ করছে।

তিনি বলেন, ভাইরাসটি সব ধরনের আবহাওয়ায় আক্রমণ করতে পারে। আমরা এখন প্রথম ঢেউয়ে আছি। বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।