• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

উজ্জ্বল ত্বকের জন্য ‌অ্যালোভেরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

কোনো উৎসব, অনুষ্ঠান আসলে সবাই ত্বক উজ্জ্বল করার জন্য চিন্তায় পড়ে যান। ঘরোয়া পদ্ধতিতে অ্যালোভেরা দিয়ে ত্বক উজ্জ্বল করার করার কিছু টিপস জেনে নিন-
অ্যালোভেরা ব্রণের দাগ দূর করতে খুবই উপকারি। প্রতিদিন ব্যবহার করলে ত্বকে ব্রণ হয় না, ত্বক অনেক নরম ও কোমল হয়ে থাকে। এছাড়াও এটি ব্যবহার করলে ত্বকে কোনো রকম কালো দাগ বা বলিরেখা দেখা যায় না। অনেকের অ্যালোভেরা ব্যবহার করার জন্য বাড়িতে গাছ লাগিয়ে থাকেন। সব থেকে ভালো উপায় হলো, অ্যালোভেরা গাছ থেকে পাতা নিয়ে ব্যবহার করা। পাতা দিয়ে প্রথমে জেল বের করতে হবে। এরপর তুলাতে জেল লাগিয়ে ত্বকে ব্যবহার করুন। এভাবে কিছু সময় অপেক্ষা করে, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। প্রতিদিন ব্যবহার করলে ব্রণের দাগ বা বলিরেখার হাত থেকে ত্বক অনেকটা মুক্ত থাকবে।

অ্যালোভেরা জেল ব্যবহার করার জন্য রাতের বেলা মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপর মুখে লাগাতে হবে। মুখের যেসব জায়গাতে দাগ বেশি সেখানে বেশি পরিমাণে লাগাতে হবে। সারারাত লাগিয়ে রাখার পর সকাল বেলা মুখ ধুয়ে নিবেন। এতে ত্বক অনেক নরম হবে আর ত্বকের উজ্জ্বলতাও বেড়ে যাবে।