• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

`মুসলমানরা জোট বাঁধলে ভারত ছাড়বে বিজেপি`

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

মুসলিমরা জোট বাঁধলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ভারত ছেড়ে পালাবে বলে মন্তব্য করেছেন সাবেক তারকা ক্রিকেটার ও কংগ্রেস নেতা নভোজিত সিং সিধু। 

মঙ্গলবার বিহারের বলরামপুরে চলমান লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে সিধু এ মন্তব্য করেন। 

তিনি বলেন, মুসলিমরা একজোট হলেই বিজেপি ভারত ছেড়ে পালাবে। মুসলিমরা ভোট দিলে কংগ্রেসকে বিশ্বের কোনো শক্তি হারাতে পারবে না। সব মুসলিম একজোট হোন। বিজেপিকে একটি ভোটও দেবেন না। কংগ্রেসকে ভোট দিন। তাহলেই বিজেপির বিদায় ঘণ্টা বাজবে। মুসলিমরা একজোট হলে কংগ্রেসকে হারাতে পারবে না বিজেপি।

মুসলিম অধ্যুষিত বিহারে গিয়ে সিধু বলেন, এখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। শতকরা ৬২ শতাংশ মুসলিম ভোটার। তাহলে ভাবনা কেন। আপনারা সবাই এক হলেই বিজেপির হার কে ঠেকায়? বিশ্বের কোনো শক্তি বিজেপিকে জেতাতে পারবে না। তাই আপনারা এক হোন, বিজেপিকে বিদায় দিন।