• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

‘ফণি’ মোকাবিলায় ৭টি যুদ্ধজাহাজ নামালো ভারত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘূর্ণিঝড় ফণি মোকাবিলায় সাতটি যুদ্ধজাহাজ নামালো ভারতীয় নৌবাহিনী। এরমধ্যে চারটি জাহাজ থাকছে তামিলনাড়ু উপকূলে। বাকি ৩টি ঝড়ের গতিবেগ নজরে রাখবে।

আইএনএস দেগায় থাকছে ৭টি হেলিকপ্টার। যে কোনো পরিস্থিতিতে উড়ে যাবে এই হেলিকপ্টার। আইএনএস দেগায় থাকছে ডুবুরিও। থাকছে রাবারের নৌকা, মেডিকেল টিম। যুদ্ধজাহাজে প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রীও।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ত্রাণ কার্য তদারকি করছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, উড়িষ্যা বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী, নৌবাহিনী তত্‍‌পরতার সঙ্গে কাজ করছে।