• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

এক্সিট পোলের ফলাফল বিরোধীদের প্রত্যাখান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০১৯  

ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপ তথা এক্সিট পোলের ফলাফলে ক্ষমতাসীন দল বিজেপি’র এগিয়ে থাকার বিষয়কে প্রত্যাখান করেছে বিরোধী দলগুলো।

বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতে গেল ১১ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। মোট সাত দফার এ ভোটগ্রহণ ১৯ মে’তে শেষ হয়। আগামী ২৩ মে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। খবর- বিবিসি।

এর আগে গেল রোববার প্রথম চার দফার এক্সিট পোলের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি’র জোট ‘এনডিএ’ অন্যান্য দলগুলোর চেয়ে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে। 

সেখানে বলা হচ্ছে, বিজেপি জোট ২৮০টি থেকে ৩১৫টি আসনে বিজয়ী হতে চলেছে, যেখানে প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের চেয়ে বেশ পিছিয়ে। 

এদিকে বিজেপি জোট এক্সিট পোলের এ পূর্বানুমানকে স্বাগত জানিয়েছে। তবে দেশটির বিরোধী দলগুলো এক্সিট পোলের এ ফলাফলকে প্রত্যাখান করেছে। 

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপধ্যায় এক টুইট বার্তায় এ সম্পর্কে বলেছেন, আমি এসব এক্সিট পোলের গল্পে বিশ্বাস করি না। এর মাধ্যমে আসলে হাজার হাজার ইভিএমে’র ফলাফলকে পাল্টে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমি সব বিরোধী দলগুলোকে এক হয়ে শক্তিশালী ও সাহসী হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা একত্রে এ যুদ্ধ লড়বো।

কংগ্রেস নেতা শশী থারুর এক টুইট বার্তায় বলেন, আমি বিশ্বাস করি এক্সিট পোলের ফলাফল সব ভুল। কারণ অস্ট্রেলিয়ায় গেল সপ্তাহে ৫৬ শতাংশ এক্সিট পোলের ফলাফলই ভুল প্রমাণিত হয়েছে। ভারতে অনেক লোক এক্সিট পোলের কর্মীদেরকে সরকারের লোক ভেবে সঠিক তথ্য দেয়নি। আমরা ২৩ তারিখ চূড়ান্ত ফলাফলের দিন পর্যন্ত অপেক্ষা করবো।