• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আ. লীগের প্রার্থী রেজবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মে ২০১৯  

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে বরগুনার তালতলী উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার। রবিবার (১৯ মে) রাতে আওয়ামী লীগ দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে রেজবিকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।
জানা গেছে, গত ৯ মে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে গত ১৩ মে তালতলী উপজেলা আওয়ামী লীগ বর্ধিত সভা করে। সভায় উপজেলা আওয়ামী লীগ চারজনের নাম প্রস্তাব করে বরগুনা জেলায় পাঠায়। জেলা আওয়ামী লীগ তালিকা থেকে তিনজনের নাম আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়।


রবিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাচনি বাছাই কমিটি তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রেজবিকে মনোনীত করে।
তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কবির আকন বলেন, ‘রেজবি তৃণমূল নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক। তাকে নৌকার মনোনয়ন দেওয়ায় দলের নেতাকর্মীরা মনপ্রাণ দিয়ে কাজ করবে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে।’
তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছোটবগী ইউপি চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি দলীয় মনোনয়ন চেয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন রেজবি-উল-কবির জোমাদ্দারকে। তিনি যাকে মনোনয়ন দিয়েছেন দলের সব নেতাকর্মী তার পক্ষে কাজ করবে।’
তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দার বলেন, ‘ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। দলের প্রয়োজনে সব কাজ করেছি। দলের সক্রিয় ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দলের সব নেতাকর্মীদের নিয়ে সুশৃঙ্খলভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো।’
এর আগে ৩১ মার্চ চতুর্থ ধাপে নির্বাচনে বরগুনা জেলা পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয় । এসময় দলীয় নেতাকর্মীদের বিরোধিতায় আমতলী উপজেলায় নৌকার প্রার্থীর জামানত হারানোসহ তিনটি উপজেলায় বিদ্রোহী প্রার্থীদের কাছে নৌকা শোচনীয়ভাবে হেরে যায়।
উল্লেখ্য, তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ মে, যাচাই-বাছাই ২৩ মে, প্রার্থিতা প্রত্যাহার ৩০ মে ও ভোটগ্রহণ হবে ১৮ জুন।