• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১০

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুন ২০১৯  

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরের দু’টি আলাদা স্থানে বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন।

শনিবার (০১ জু্ন) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

জানা যায়, শনিবার ইফতারের পর রাকা শহরের দু’টি আলাদা স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানায়, প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে রাকা শহরের সিটি সেন্টারের কাছে। সেখানে রাস্তার পাশেই বোমাটি রাখা হয়েছিল। আর দ্বিতীয়টি শহরের নাইম স্কয়ারের কাছে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে বিস্ফোরিত হয়। সেখানে একজন গাড়ি চালিয়ে এসে আত্মঘাতী বোমা হামলা চালায়। বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি। তবে অতীতে সেখানে জঙ্গিগোষ্ঠী আইএসের সদস্যরা এ ধরনের হামলা চালিয়েছে। 

২০১৭ সালের অক্টোবর থেকে দেশটিকে সহায়তা করতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সঙ্গে এক হয়ে কাজ করছে মার্কিন সৈন্যরা। সে সময় থেকেই এ ধরনের হামলা চালানো হচ্ছে।