• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ইতালিতে নৈশক্লাবে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

ইতালির পূর্বাঞ্চলে উপকূলবর্তী আনকোনার কোরিনাল্ডো শহরের একটি নৈশক্লাবে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এসময় আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। খবর বিবিসির।

কিছু খবরে বলা হয়েছে, কোরিনাল্ডো শহরের ওই নৈশক্লাবের ভেতর পিপার স্প্রে করার পর মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। খবরে বলা হয়, লানতেরনা আজ্জুরা নামের ওই ক্লাবে র‌্যাপার এসফেরা এব্বাস্তার কনসার্ট হচ্ছিল। ক্লাবটির ভেতর তখন প্রায় এক হাজার লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আহতদের সেনিগাল্লিয়া ও আনকোনার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশই পদদলিত হয়ে আহত হয়েছেন।

উল্লেখ্য, ২৬ বছর বয়সী এসফেরা এব্বাস্তার আসল নাম হচ্ছে জিয়োনাতা বসচেত্তি। তিনি ইতালির ব্যবসাসফল সংগীতশিল্পীদের একজন।

এর আগে গত বছরের জুন মাসে তুরিনে আতশবাজির পর মানুষজন দৌড়াদৌড়ি শুরু করলে পদদলিত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ আহত হয়েছিল।