• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

যে দেশে বেবি ওয়াকার নিষিদ্ধ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

প্রতিটি দেশের নিজস্ব কিছু রীতি-নীতি আছে। এসব রীতি-নীতি অন্য দেশগুলোর মানুষের কাছে একেবারেই উদ্ভট মনে হতে পারে। তারপরও সংশ্লিষ্ট দেশের নাগরিকদের এটা মেনে চলতে হয়। নাহলে ভোগ করতে হয় শাস্তি।
বাচ্চাদের হাঁটতে সহায়তা করে বেবি ওয়াকার। আমাদের দেশে এটা বেশ জনপ্রিয়। বাচ্চারা যেন নিজের চেষ্টায় হাঁটতে পারে, সেজন্য বেবি ওয়াকার কিনে দেয়া হয়। এরপর এটার মধ্যে দাঁড় করানো হয় তাদের। দূর থেকে ডাকলে বাচ্চারা সাড়া দিয়ে বেবি ওয়াকারের সাহায্যে হেঁটে নির্দিষ্ট গন্তব্যে যায়।
আপনার কাছে এটা খুবই প্রয়োজনীয় এবং অনিবার্য মনে হতে পারে। কিন্তু কানাডার মতো উন্নত দেশে এই জিনিসটি নিষিদ্ধ। মূলত শিশুদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়েই বেবি ওয়াকার নিষিদ্ধ করেছে তারা।
কানাডায় বেবি ওয়াকার নিষিদ্ধ করা হয় ২০০৪ সালে। এর মানে হলো, শিশুরা নিজেরা হাঁটতে শেখার আগে তাদের জোর করে হাঁটানো যাবে না। হাঁটতে শেখার আগে শুধু হামাগুড়ি দিতে পারবে তারা।
কানাডায় বেবি ওয়াকার ব্যবহার বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়। এমনকি এটা বিক্রি করাও অপরাধ। কানাডায় বেবিওয়াকার ব্যবহার বা বিক্রি করলে সর্বোচ্চ ১ লাখ ডলার বা ৮৪ লাখ টাকা জরিমানা হতে পারে।