• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

থাইল্যান্ডে পার্লামেন্ট ঘেরাও, নৌকায় চড়ে পালালেন এমপিরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

গণতন্ত্রপন্থীদের তীব্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে থাইল্যান্ড। রাজতন্ত্রের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই বিক্ষোভ চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার পার্লামেন্ট ঘেরাও করলে রাজতন্ত্র অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় রাজধানী ব্যাংককে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশ তাদের ওপর জলকামান ব্যবহার করে। পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠায় পার্লামেন্টের পাশের নদী দিয়ে নৌকা দিয়ে এলাকা ছাড়েন এমপিরা।

স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্ট ভবনের পাশে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর জলকামান ব্যবহারের পর নিরাপত্তাজনিত কারণে সাংসদ, সিনেটর এবং সংসদ কর্মকর্তারা চাও ফ্রেয়া নদীর কায়ক কই গিরি থেকে মেরিন ডিপার্টমেন্টের ব্যবস্থা করা নৌকায় এলাকা ছাড়তে শুরু করেন।

এদিকে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষে ৫৫ জন আহত হয়েছেন। পুলিশের ছোঁড়া গুলিতে আহত হয়েছেন পাঁচ জন, যাদের মধ্য দু’জন শিক্ষার্থী।

গত জুলাই থেকে শুরু হওয়া সরকার ও রাজতন্ত্র বিরোধী এই বিক্ষোভ অবশেষে সহিংস রূপ নিল।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচার পদত্যাগসহ দেশটির রাজার ক্ষমতা খর্ব করার দাবি জানিয়ে আসছে তারা।