• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

২০২২ সালে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব: বিল গেটস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০  

২০২২ সালের প্রথমার্ধে করোনাভাইরাস নির্মূল করে আমরা আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব বলে মন্তব্য করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনটি সম্প্রতি কোভিড-১৯ প্রতিরোধে জীবন রক্ষাকারী সরঞ্জামাদি নিয়ে গবেষণা, বিকাশ ও সুষ্ঠু বিতরণের সহায়তায় ২৫০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 

শুক্রবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ২০২১ সালের গ্রীষ্মের মধ্যে ধনী দেশগুলো অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে ভ্যাকসিনের আওতায় চলে আসবে। ধনী দেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে এখনো মনে করি ভাইরাসটি থেকে যাবে। আমাদের মাস্ক পরতে হবে।

বিল গেটস বলেন, আমাদের ভাইরাসটি নির্মূল করতে হবে। সবকিছু হয়তো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তবে, ২০২২ এর প্রথমার্ধে কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। ১২ মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়েছি, এটা অভাবনীয়। প্রকৃতপক্ষে আমরা কয়েক ধরনের ভ্যাকসিন পেতে যাচ্ছি। 

তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ধনী দেশগুলো আর ২০২২ এর প্রথমার্ধের মধ্যে সবাই ভ্যাকসিন পেয়ে যাবে এবং এভাবেই এই মহামারির সমাপ্তি ঘটবে।