• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সাজা বাতিল, ফের নির্বাচনে লড়তে পারেন লুলা দা সিলভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০২১  

দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্ট থেকে খালাস পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। এর ফলে ২০২২ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই সহজ হয়েছে।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়, সোমবার সুপ্রিম কোর্টের বিচারক এদিসন ফাচিন লুলাকে খালাসের রায় দেন। রায়ে তিনি বলেন, দুর্নীতির অভিযোগে লুলার বিচারের অধিকার নেই দক্ষিণের কুরিতিবা আদালতের। তার বিচার করতে হবে রাজধানী ব্রাসিলিয়ার ফেডারেল আদালতে। রায়ের পর টুইটে লুলা জানান, ন্যায় প্রতিষ্ঠায় তার লড়াই চলবে।

সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মন্তব্য, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এই রায় পুনর্বিবেচনা করবে।

করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে সমালোচনার মুখে আছেন প্রেসিডেন্ট বলসোনারো। আগামী নির্বাচনে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি এক জরিপে দেখা যায়, ৪৪ শতাংশ মানুষ লুলাকে প্রেসিডেন্ট পদে দেখতে অনাগ্রহী। অন্যদিকে ৫৬ শতাংশ মানুষ চান না প্রেসিডেন্ট হোক বলসোনারো।

৭৪ বছর বয়সী বামপন্থি নেতা লুলা দা সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও সম্ভাব্য বিজয়ী হিসেবে জরিপে এগিয়ে ছিলেন তিনি। তবে বড় একটি দুর্নীতির মামলায় লুলা গ্রেফতার হওয়ার পর ওই নির্বাচনে জয়ী হন বলসোনারো। এর আগেও লুলার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল।