• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০২১  

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার স্ত্রী আসমা আল-আসাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৮ মার্চ) দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দুটি লক্ষণ দেখা দেয়ার পর তাদের পরীক্ষা করা হয়, সেখানে ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে শারীরিকভাবে তারা দু’জনেই ভালো আছেন এবং বাড়িতে আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বয়স ৫৫ বছর এবং তার স্ত্রী ৪৫ বছর বয়সী।

সিরিয়ায় গত বছরের ফেব্রুয়ারিতে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু অর্থনৈতিক দুরবস্থার কারণে লকডাউনের পদক্ষেপ নেয়া হয়নি দেশটিতে।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য মোতাবেক, বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক হাজার ৬৩ জন মারা গেছেন।

অন্যদিকে আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় ২১ হাজার আক্রান্ত ও চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি