• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ৩০ ফিলিস্তিন স্কুল ক্ষতিগ্রস্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মে ২০২১  

গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বোমা হামলায় এ পর্যন্ত ১টি ইসরায়েলি স্কুল ও ৩০টি ফিলিস্তিন স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে।

আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলার ফলে গাজায় ৩১টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সহিংসতার কারণে সমস্ত স্কুল বন্ধ হয়ে গেছে। এতে ২৪ হাজার শিশুর স্বস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে।

গাজায় সংস্থাটির ফিল্ড ম্যানেজার ইব্রাহিম আবু সোবিহ বলেন, আমাদের ছোট ছোট ছেলে-মেয়েদের বলছি যে ভারী গোলাগুলি উদযাপন, আতশবাজি, কী মজা! এই ভয়াবহ পরিবেশ থেকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে এরম বিভিন্ন উপায় অবলম্বন করছি। কিন্তু এতেও সব চেষ্টা ব্যর্থ হচ্ছে।

শুক্রবার (১৪ মে) ফিলিস্তিন ছিটমহলের কাছে সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে হাজার হাজার গাজাবাসীকে।

এদিন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর রামাল্লার পশ্চিমে বুদরাস শহরে সরাসরি গুলি চালিয়েছে বলে স্থানীয় সাফা বার্তা সংস্থা জানিয়েছে। এতে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১০ মে) শুরু হওয়া রক্ষক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত ৩১ শিশুসহ ১১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আট শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলাও অব্যাহত রয়েছে।

সূত্র: আলজাজিরা