• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

৫০০ কিলোমিটার পাড়ি দিল হাতির পাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ জুন ২০২১  

বন্য হাতির একটি পাল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে প্রবেশ করেছে। দক্ষিণাঞ্চলীয় জিশুয়াংবান্না দাই এলাকা থেকে বুধবার রাতে তারা কুনমিং প্রবেশ করে। এখানে পৌঁছাতে হাতির পালটি প্রায় ৫০০ কিলোমিটার পাড়ি দিয়েছে।

রোববার পালটির ওপর নজর রাখা জন্য প্রদেশটি একটি স্পেশাল কমান্ড গঠন করেছে । হাতিদের অগ্রগতি পর্যালোচনার জন্য মোতায়েন করা হয়েছে ১৪টি ড্রোন।

সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, পালটিতে রয়েছে ১৫টি বন্য এশীয় হাতি। এতে আছে তিনটি শিশু হাতিও। ২০২০ সালের মার্চ মাসে নিজেদের আবাস থেকে যাত্রা শুরু করা হাতিগুলো প্রায় ৫০০ কিলোমিটার পাড়িয়ে দিয়েছে। গত একমাস ধরে ফসল ক্ষেতের মধ্য দিয়ে আগাচ্ছে তারা।

হাতিগুলো উত্তরাঞ্চলের দিকে কেন এগিয়ে যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। সিনহুয়া জানিয়েছে, জঙ্গলে ভোজ্য উদ্ভিদ হ্রাস পাওয়াতে প্রাণীদের ওপর চাপ বাড়ছে।  

সুরক্ষিত বনাঞ্চল ছেড়ে গ্রামের প্রবেশ করে ফসল খেয়ে ফেলায় গ্রামবাসীদের সঙ্গে হাতির পালের সংঘাত শুরু হয়েছে। এই হাতির পাল ১১ লাখ ডলার মূল্যের ফসলের ক্ষতি করেছে।

জানা গেছে, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমার সীমান্তে অবস্থিত ইউনানের স্থানীয় সরকার রাস্তা অবরোধ ও প্রচুর খাবার দিয়ে হাতির পালটিকে এগিয়ে যাওয়া থেকে ঠেকাতে চেয়েছিল। এমনকি কিছু আবাসিক এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। জনবহুল প্রাদেশিক রাজধানী থেকে তাদের কম জনসংখ্যার এলাকায় নিয়ে যাওয়ার জন্য রাস্তা অবরোধে ১১০টি গাড়ি ও ৫১০ জন মানুষকে সরানো হয়।