• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

বৃষ্টিতে চুলের যত্নে যা করবেন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০২১  

বৃষ্টির দিনে চুল নিয়ে ঝামেলার শেষ থাকে না। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে যায়। আর অনিচ্ছাকৃতভাবেই বৃষ্টিতে ভিজতে হয়। আর তখন চুলও ভিজে যায়। এই ভেজা চুল সহজে শুকাতেও চায় না। এর ফলে চুলের নানা রকম সমস্যাও দেখা দেয়। সময়মতো চুল না শুকালে চুলে গন্ধ হয়, এমনকি রুক্ষতাও দেখা দেয়। এছাড়া চুল পড়ার সমস্যাও হয়।

ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক মেকআপ আর্টিস্ট ফারনাজ আলম এই সমস্যার সমাধানে কিছু টিপস জানিয়েছেন। চলুন তবে জেনে নেয়া যাক বৃষ্টিতে চুল ভালো রাখার সেই সহজ উপায়গুলো-

>> চুলকে রক্ষা করার একটি উপায় হলো চুল পুরোপুরি ঢেকে ফেলা। সেটা হতে পারে কোনো হ্যাট বা স্কার্ফ দিয়ে। এতে করে চুল সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে রক্ষা পাবে। সঙ্গে চুলে ময়েশ্চার ধরে রাখতেও সহায়তা করবে। হ্যাট বা স্কার্ফ কিন্তু শুধু আপনার চুলকে রক্ষা করবে না বরং আপনাকে ফ্যাশনেবল দেখাতেও সাহায্য করবে।

>> মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। সেটা চুলের জন্য ভালো। ভেজা অবস্থায় মোটেও চুল আঁচড়াবেন না। তাহলে চুল আরও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুকানোর পর মোটা দাঁতের চিরুনি দিয়ে আস্তে আস্তে চুল আঁচড়ে নিন।

>> নারকেল তেল, অলিভ অয়েল বা অ্যাভোকাডো তেল, এর সবগুলোই চুলের জন্য খুবই উপকারী। চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে তেল লাগান। সাধারণভাবে চুল ধুয়ে ফেলুন। দেখবেন চুল অনেক নরম মনে হবে কিন্তু চিটচিটে দেখাবে না।