• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ত্বক পরিষ্কার রাখতে লবণের ব্যবহার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০২১  

নানা কারণে আমাদের ত্বক কালচে হয়ে যায়। রোদে পুড়ে কিংবা সঠিক যত্নের অভাবে এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বাইরের ধুলাবালিও ত্বকে জমে নানা সমস্যার সৃষ্টি করে। অপরিষ্কার ত্বকে ব্রণ হওয়ার প্রবণতাও বাড়ে।

ত্বককে সুরক্ষিত রাখতে অনেকেই নামীদামী প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু এসব প্রসাধনী ছাড়াও শুধুমাত্র লবণ ব্যবহার করেই আপনি ত্বক পরিষ্কার রাখতে পারবেন। লবণ হলো প্রাকৃতিক উপাদান। এটি খুব সহজেই জমে থাকা ময়লা দূর করে মুখ পরিষ্কার রাখে। ফলে ত্বক সুন্দর এবং নরম হতে শুরু করে। চলুন তবে জেনে নেয়া যাক ত্বক পরিষ্কার রাখতে লবণের ব্যবহার সম্পর্কে-

অল্প করে লবণ নিয়ে তার সঙ্গে পছন্দের যেকোনো ফেসিয়াল অয়েল মেশান। এবার সেই তেলটা পানির সঙ্গে মিশিয়ে ভালো করে মুখে মাসাজ করুন। এই মিশ্রনটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, ফলে ধীরে ধীরে ত্বক উজ্জ্বল এবং প্রাণবন্ত হতে শুরু করে।