• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ব্রণ কমাতে তুলসি পাতার জাদুকরী পাঁচ ফেসপ্যাক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

তুলসি পাতার গুণাগুণ সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। এটি এমন একটি ওষুধি গাছ যা ছোট থেকে বড় প্রায় সব রোগেই ওষুধের কাজ করে। এছাড়াও ত্বকের জন্য অনেক উপকারী তুলসি পাতা।

তুলসি পাতার ব্যবহারে ত্বকের অনেক জটিল সমস্যা থেকে সহজেই নিস্তার পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে তুলসির পাঁচটি ফেসপ্যাক সম্পর্কে-

চুলকানি প্রতিরোধক

গ্রীষ্মকালে অনেকের ত্বকেই র‌্যাশ, চুলকানি ও ঘামাচির মতো সমস্যা দেখা দেয়। যারা এসব সমস্যায় ভুগেন তাদের তুলসি পাতার পেস্টের সঙ্গে অল্প একটু লেবুর রস মিশিয়ে চিহ্নিত স্থানে লাগিয়ে রাখলে কার্যকরী উপকার পাওয়া যায়।

বয়সকে ধরে রাখতে

কয়েকটা তুলসি পাতা ধুয়ে নিয়ে বেটে পেস্ট করে নিন। এবার তা দশ মিনিটের মতো মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। তুলসি পাতায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে টানটান ভাব, সতেজ ও উজ্জ্বলতা ধরে রাখে।

ত্বক উজ্জ্বল করতে

কয়েকটি তুলসি পাতা বেটে নিয়ে তাতে অল্প পরিমাণ দুধ মেশান। এবার পেস্ট করে গোটা মুখে লাগিয়ে প্রায় ২০ মিনিটের মতো রাখুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

তুলসি পাতা ও চন্দনের ব্যবহার

তুলসি পাতার পেস্ট, গোলাপ জল ও চন্দন গুঁড়া ভালো করে মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন। ত্বকে কোনো সমস্যা না থাকলেও নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং ত্বকের পুষ্টি গুণাগুণ পূরণ হবে।

ব্রণ কমাতে সহায়ক

কমলালেবুর খোসা শুকিয়ে তা গুঁড়া করে নিন। এবার এই গুঁড়ার সঙ্গে তুলসি পাতার পেস্ট মিশিয়ে মুখে লাগিয়ে আধা ঘণ্টার মতো রেখে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে তিন বা চারদিন ব্যবহার করতে থাকুন। নিজেই ফলাফল বুঝতে পারবেন। এছাড়াও তুলসি পাতা ধুয়ে বেটে তার সঙ্গে চন্দন বাটা, হালকা লেবুর রস ও গোলাপজল মিশিয়ে ত্বকে লাগানোর ফলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

সূত্র: বোল্ডস্কাই।