• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

অশ্লীল ভিডিও, ছবিসহ বিপথগামী সাইট বন্ধে স্বস্তিতে অভিভাবকরা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯  

নিউজ ডেস্ক: ‘নিরাপদ ইন্টারনেট’ ক্যাম্পেইনের মাধ্যমে নতুন প্রজন্মকে ইন্টারনেটে আপত্তিকর আসক্তি থেকে ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তালিকা ধরে ধরে বন্ধ করে দেয়া হচ্ছে জুয়া, বিপথগামী অশ্লীল কন্টেন্ট নির্ভর অনলাইন ভিত্তিক সাইটগুলো। সরকারের দৃঢ় পদক্ষেপে অভিভাবকদের মনে ফিরছে স্বস্তি। তারা বলছেন, নতুন প্রজন্মকে নোংরামির বিষাক্ত ছোবল থেকে রক্ষা করার পদক্ষেপ যুগোপযোগী এবং প্রশংসনীয়।

বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায়, চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্ন সাইট (ডোমেইন ও লিংক) বন্ধের নির্দেশ দেয়। সেই ধারাবাহিকতায় দেশের সবগুলো ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানকে আরও ১ হাজার ২৭৯টি পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। অশ্লীল কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশীয় সংস্কৃতির জন্য হুমকি রয়েছে এমন সব ধরনের সাইট আমরা বন্ধ করে দিতে চাই। আমরা ইন্টারনেটকে নিরাপদ করতে চাই।

মন্ত্রী আরও বলেন, আমার দেশ ইউরোপ নয়, আমেরিকাও নয়- আমার দেশ বাংলাদেশ। তাই এ দেশের মানুষ, সমাজ, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে যায় না এমন কোনো কিছুকেই আমি রাখতে চাই না।
এদিকে অশ্লীল ভিডিও, ছবি, কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে দেয়ায় খুশি অভিভাবকেরা।

এ বিষয়ে বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমরা সন্তান তাসিন দশম শ্রেণিতে ইংরেজি ভার্সনে পড়ালেখা করে। ছেলে বড় হচ্ছে। সে মোবাইলও ব্যবহার করে। এখন ইন্টারনেট খুবই সহজলভ্য হওয়ায় উঠতি বয়সী এসব সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়ে। তাই সরকারের এমন উদ্যোগ আরো আগেই নেয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও বিষয়টি নজরে এসেছে। ব্যক্তিগতভাবে আমি সরকারকে ধন্যবাদ জানাই।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ব্যবসায়ী আকমল আকন্দ বলেন, কোন বাবা-মা’ই আসলে চায় না তার সন্তান বিপথে যাক। কিন্তু বর্তমানে যে যুগ এসেছে, সবার হাতে স্মার্ট ফোন, ইন্টারনেট। প্রতিদিন ইন্টারনেট কেন্দ্রিক যে অশ্লীল ঘটনাগুলো যখন চোখে পড়ে তখন ভয় হয়। মনে হয় আমার ছেলেটা অথবা মেয়েটা এসবের সঙ্গে জড়িয়ে পড়েনি তো! সরকার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। সরকার এমন অভিযান যদি অব্যাহত রাখে তবে দীর্ঘমেয়াদে স্বস্তি পাবে দেশের মানুষ।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, অশ্লীল ভিডিও, ছবি, কনটেন্ট, জুয়া বা বিপথগামী সাইট বন্ধ করে উদ্যোগে তারা অনেক খুশি। তাদের মতে, অশ্লীলতা দূরীকরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও নজরদারি বাড়ানো উচিত।
এসব সাইট বন্ধ করলে আবার খোলা হয়, গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, খোলা হলে বন্ধ করে দেব। যতবার খোলা হবে ততবার বন্ধ করে দেব। মানুষের জীবন ও মান এবং দেশের জন্য ক্ষতিকর এসব সাইট বন্ধে কতটুকু সফল হব জানি না। তবে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এই দায়িত্ব পালন করে যাব।