• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে নতুন করে ৬ জনসহ জেলায় মোট ৩৭৯ জনের করোনা শনাক্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ জুন ২০২০  

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা হলো ৩৭৯ জন। নতুন শনাক্তদের মধ্যে মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলায় দুইজন করে এবং সাটুরিয়া ও হরিরামপুর উপজেলায় রয়েছেন একজন করে।


বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রফিকুন নাহার বন্যা। 

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০০টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্টে ছয়টির পজিটিভ পাওয়া গেছে এবং ৯৪টির নেগেটিভ ফলাফল এসেছে। এ পর্যন্ত মোট তিন হাজার ৮৭২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। এর মধ্যে তিন হাজার ৫৮২টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ৩৭৯ জনের দেহে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১০৭ জন, সাটুরিয়া উপজেলায় ৭৪ জন, সিঙ্গাইর  উপজেলায় ৭২ জন, ঘিওর উপজেলায় রয়েছেন ৫২ জন, হরিরামপুর উপজেলায় ৩৩, শিবালয় উপজেলায় ২৭ জন ও দৌলতপুর উপজেলায় রয়েছেন ১০ জন।’

আক্রান্তদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩২ জন এবং নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ২৪০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০৪ জন এবং মারা গেছেন তিনজন।