• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শিবালয়ে ধীর গতিতে চলছে ভোটগ্রহণ, বাড়ছে ভোটারদের ভোগান্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  

মানিকগঞ্জের শিবালয়ে ৬ষ্ঠ ধাপে সাতটি  ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। তবে সোমবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ অনেকটাই ধীর গতিতে চলছে বলে অভিযোগ উঠেছে।

বেশিরভাগ কেন্দ্রগুলোতে মেশিন কিছুক্ষণ সচল থাকার পর আবার সমস্যা দেখা দিচ্ছে।

একারণে ভোট দিতে আসা ভোটারদের সিরিয়াল দীর্ঘ হচ্ছে। গত দুই ঘন্টায় প্রতিটি মেশিনে মাত্র ১৫ থেকে ২০টি ভোটগ্রহণ নেয়া সম্ভব হচ্ছে। সকল ভোটার নিদিষ্ট সময়ের মধ্যে ভোট প্রযোগের বিষয় সঙ্কা প্রকাশ করেছে।

তেওতা ইউনিয়নের ষাইট ঘর কেন্দ্রে ভোট দিতে আসা সফি বিশ্বাস বলেন, গত দুই ঘন্টা ধরে ভোট দিতে এসে সিরিয়ালে দাড়িয়ে রয়েছি। শুনতেছি মেশিন নষ্ট হয়ে গেছে। এখন কি করবো বলেন। কেউ শুনতেছে না কোন কথা।

শিবালয় উপজেলা নির্বাচন অফিসার মো.মাহাবুর রহমান জানান, ভোটগ্রহণের সকালের দিকে চাপ বেশি থাকে।   একারণে কেন্দ্র গুলোতে ভোটারদের সিরিয়াল দীর্ঘ হচ্ছে। ভোটিং মেশিন সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন আমি খোঁজ নিচ্ছি।

উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৪৩ হাজার ৫১ জন । ৭১টি কেন্দ্রে ৪৪০টি বুথের মাধ্যেমে চলছে ভোটগ্রহণ। ৩৩ জন চেয়ারম্যান, ২৫৭ জন সাধারন সদস্য, এবং সংরক্ষিত আসনে ৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।