• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বেশি দামে তেল বিক্রি, ৫ জনকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মার্চ ২০২২  

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রি করায় ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আরা ও মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মো. আসাদুজ্জামান রুমেল সাটুরিয়া বাজারে অভিযান চালান।

এ সময় সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় চার ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন- সুমন এন্টারপ্রাইজের মালিক মো. আজম খান, বিজয় স্টোরের মালিক বিজয় বণিক, সন্তোষ বণিক ও সুদেপ চন্দ্র মণ্ডল। এ বিষয়ে ইউএনও শারমিন আরা বলেন, নিত্যপণ্যের কৃত্রিম সংকট ও বেশি দামে বিক্রির বিরুদ্ধে অভিযান চলছে। বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।