• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

পদ্মায় বড়শিতে ধরা পড়ল ৮ কেজির চিতল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের বড়শিতে আট কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিণাঘাট এলাকায় পদ্মা নদী থেকে ধরা মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করেন জেলে হোসেন আলী।

লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকার বাসিন্দা হোসেন আলী (৪০) বলেন, “পদ্মায় চিতল মাছ খুব কম ধরা পরে। মাছটি ধরার পর স্থানীয় সিলিমপুর বাজারে নিয়ে যাই। মাপ দিয়ে দেখি মাছটির ওজন আট কেজি।

“পরে কাঞ্চনপুর ইউনিয়নের বাসিন্দা, জেলা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সালাম চৌধুরী ১২ হাজার টাকায় মাছটি কেনেন।”

আন্ধারমানিক ট্রলার ঘাটের ট্রলার মালিক হাশেম মাঝি বলেন, আন্ধারমানিক ঘাট থেকে চরের হরিণাঘাটে ট্রলার চলাচল করে। হরিণাঘাট এলাকায় নটাখোলার জেলে বড় চিতল মাছ ধরে। মাছটি ওই জেলে ১২ হাজার টাকায় বিক্রি করেছে।

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মা নদীতে বড় পাঙ্গাস, বোয়াল, কাতল, রুই মাছ ধরা পড়ে। এবার বড় চিতল মাছও ধরা পড়ল। এর প্রধান কারণ বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হচ্ছে। মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে।