• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

৪০ পদের চা বিক্রি করে স্বাবলম্বী রানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২২  

জেলার সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মাসুদ রানা। ১১ বছর যাবৎ প্রতিনিয়ত সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশেই চায়ের ব্যবসা করে আসছেন তিনি। প্রথমে দুই পদের চা দিয়ে শুরু করে তার ব্যবসা। ধীরে ধীরে সে যুগের সাথে তাল মিলিয়ে হরেক রকম চা এর পদ বাড়াতে থাকে। এখন সে ৪০ পদের চা বিক্রি করেন।

প্রতিদিন দূর-দূরান্ত কিংবা আশেপাশের মানুষের চা খাওয়ার একটি আকর্ষণীয় জায়গা রানা টি স্টোল। প্রতিদিন প্রায় ৪৫০-৫০০ কাপ চা বিক্রি হয় যার প্রতিদিন বিক্রয় খরচ প্রায় আট থেকে দশ হাজার টাকা।

সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়ন থেকে চা খেতে আসা মো. মাহফুজ বলেন, তার এখানে হরেক রকম চা পাওয়া যায় তাই চা খেতে আসি। উল্লেখযোগ্য কিছু চায়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম চা , তেঁতুল-মরিচ চা, স্লিমিং টি, পুদিনা ব্ল্যাক-টি সহ বিভিন্ন রকম চা। এখানে প্রতিনিয়তই আমি চা খাই তাতে ভালই লাগে।

এ বিষয়ে একজন সচেতন ব্যক্তি কাউসার আহমেদ বলেন, আসলে কোনো ব্যবসাই ছোট না আসলে মানুষই সেগুলো কে ছোট বানিয়েছে সব ব্যবসা মন দিয়ে করতে পারলে অবশ্যই যে কেউ সফল হতে পারবে। রানা খুবই ভালো ছেলে মন প্রাণ দিয়ে প্রতিদিন চা বিক্রি করে আর ব্যবহারো খুব ভালো তাই তার এখানে চা খেতে আসা লোকের সংখ্যাও বেশি।

তবে চায়ের দোকানদার মাসুদ রানা বলেন, সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ১৫০ টাকার চা পাওয়া যায় তার কাছে। ১১ বছর আগে অন্য ব্যবসা করতাম সে ব্যবসায় লস খেয়ে কোনো চালান পাতি না থাকায় চায়ের ব্যবসা শুরু করি। কখনো কল্পনা করতে পারি নাই চায়ের ব্যবসা থেকে এতদূর এগিয়ে যাবো। তবে আমার আশা ভবিষ্যতে আরো অনেক পদের চা আমার এখানে আনবো।

তবে তার চায়ের প্রশংসা শুধু সাধারণ জনগণের কাছেই না বরং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার মুখেও শোনা যায়।