• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে মর্নিং গ্লোরি মডেল স্কুলের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শিত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২২  

জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের বাস্তা মর্নিং গ্লোরি মডেল স্কুলের আয়োজনে মনোমুগ্ধকর ডিসপ্লে (শারীরিক কসরত) প্রদর্শিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) স্কুল মাঠে প্রথমে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের প্রমান্য চিত্র , স্থির চিত্র ও আবহমান বাংলার ঐতিহ্যসহ ৮ ধরণের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনের পাশাপাশি দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া। এ সময় বিদ্যালয়ের পরিচালক মোঃ ফারুক হোসেন, প্রধান শিক্ষক মোঃ মাসুদ আহমেদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ শ্রদ্ধা জানানো হয়। জাতির জনকের জন্মদিন উপলক্ষে ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, দোয়া মাহফিল , শিক্ষার্থীদের অংশ গ্রহণে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে স্থানীয় চেয়ারম্যান,  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শওকত আনোয়ার , প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।