• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ফসলি জমি থেকে মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মার্চ ২০২২  

মানিকগঞ্জের সিঙ্গাইরে ফসলি জমি থেকে মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। শুক্রবার (২৫ মার্চ) বিকালে উপজেলার বাস্তা-মানিকনগর সড়কের হাতনি এলাকায় এই মানববন্ধন হয়। এতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে স্থানীয় প্রভাবশালী মহল।


এতে হুমকির মুখে পড়েছে চাষাবাদ। দিনদিন হ্রাস পাচ্ছে কৃষি জমি। অন্দোলন সংগ্রাম ও প্রশাসনের দায়িত্বশীলদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না ক্ষতিগ্রস্থ কৃষকরা। উপায়ান্তর না পেয়ে মাটিকাটা ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। এর আগেও একই দাবিতে একাধিকবার মানবন্ধন হয়। দেওয়া হয় প্রশাসনের কাছে স্মারকলিপি।
সমাজকর্মী ইঞ্জিনিয়ার মো. আবু সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জামির্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা প্রশাসনের কাছে অতিদ্রুত তিন ফসলি জমি থেকে মাটি কাটা ও ইটভাটা বন্ধের দাবি জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।