• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

র‌্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার` নিহত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২  

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, ওই যুবক ডাকাত দলের সর্দার ছিলেন। 

এ ছাড়া দুর্বৃত্তদের ছোড়া গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি র‌্যাবের।  ঘটনাস্থল থেকে কিছু গুলি ও অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।

সিংগাইরের চারিগ্রাম ইউনিয়নের আলমমারা গ্রামে বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনাটি ঘটে। 

র‌্যাব জানিয়েছে, নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সিংগাইর সড়কের ৮-১০ জন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। 

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ডাকাত দলের সর্দার কাওসার হোসেন নিহত হন। এ সময় র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হলে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

নিহত ডাকাত দলের সর্দাররের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশি ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।