• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২  

 জেলা শহরে নকল ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠান ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ মানিকগঞ্জ। বুধবার (২০ এপ্রিল) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ এর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় মানিকগঞ্জ শহরের উৎসব জেনারেল স্টোরে অভিযান পরিচালনা করে নকল, মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স পণ্যে বিক্রি ও সরবরাহ করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৭ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অতঃপর শহরের কোরাল নামক দোকানে নকল পণ্য সরবরাহ করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৪ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের বিষয়ে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোনো কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রদর্শন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর, ডিবি পুলিশ ও ৩৮ ব্যাটালিয়ান আনসার সদস্যরা।