• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর উপহার পেল ১০ পরিবার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছেন জমি ও স্বপ্নের ঘর। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের নিকট জমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর হরিরামপুর উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের হাতে ঘরের চাবি, কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহসীন মৃধা, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

হরিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে উপজেলার বয়ড়া ইউনিয়নের তিনটি এবং গালা ইউনিয়নের সাতটিসহ মোট ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ করে খাস জমি বন্দোবস্ত দিয়ে একটি করে সেমি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।


আধাপাকা প্রতিটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে দুই লাখ ৫৯ হাজার পাঁচশত টাকা। প্রতিটি গৃহ একই ধরনের। যেখানে আছে-দুটি শয়ণ কক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, কমনস্পেস ও একটি বারান্দা।