• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২  

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা হলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট। আসন্ন ঈদকে ঘিরে শুক্রবার সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে ঘাটে।

প্রাভেটকার, মাইক্রোবাস, ব্যক্তিগত যানবাহনের চাপ থাকলেও দুরপাল্লা বাসের তেমন চাপ নেই। লঞ্চ  ঘাটে যাত্রীদের  বেশিরভাগ  চাপ দেখা দিয়েছে।

ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন ফেরি পার হয়ে যাচ্ছে। ঘাট এলাকা থেকে দুই কিলোমিটার ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মহিদ্দীন রাসেল জানান, ঘাটে ব্যক্তিগত ছোট গাড়ির কিছুটা চাপ থাকলেও দূরপাল্লার বাসের তেমন চাপ নেই। যাত্রীরা রাজধানী ঢাকা থেকে ভেঙে ঘাটে এসে লঞ্চ দিয়ে পার হয়ে যাচ্ছে।

নৌরুটে ছোট-বড় ২১টি ফেরি চলাচল করছে। ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।