• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মোটরসাইকেল আর যাত্রী নিয়েই ছাড়তে হচ্ছে ফেরি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ মে ২০২২  

কর্মজীবী মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া ফেরিঘাটে এসে নামছেন। এসবের মধ্যে এবার রেকর্ড পরিমাণ হোন্ডা আরোহী রয়েছেন। হোন্ডা আর যাত্রীদের আগে ওঠার কারণে অনেক ফেরিতে দূরপাল্লার যানবাহন ওঠার সুযোগ পাচ্ছে না। বাধ্য হয়ে যাত্রী ও মোটরসাইকেল নিয়েই ফেরি ছাড়তে হয়েছে।

সরেজমিন পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে গিয়ে দেখা গেছে এমন চিত্র। বেলা তখন সাড়ে ১২টা। দৌলতদিয়া থেকে ছেড়ে আসা শাপলা-শালুক নামের একটি ইউটিলিটি ফেরিতে শুধু মোটরসাইকেল আর যাত্রী। সেখানে কোনো দূরপাল্লার বাস নামতে দেখা যায়নি।


এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, শুক্রবার সকাল থেকে বিকাল ৬টা নাগাদ দৌলতদিয়া থেকে পাটুরিয়া অভিমুখে বিভিন্ন ফেরিতে দুই হাজারেরও বেশি মোটরসাইকেল পার হয়েছে।